অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম
শালের জঙ্গলের ফাঁকে ফাঁকে পড়ন্ত সূর্যের আলোর খেলা, ঝর্ণার কলতান, সুবর্ণরেখা-ডুলং-তারাফেনি নদীর প্রবাহ মানুষকে আপন করে নেই এক মুহুর্তে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সবুজের আহ্বান আর ধামসা-মাদলেরমনকাড়া সুরে অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে এক মনোমুগ্ধকর পর্যটনকেন্দ্র। ঝাড়গ্রামের ডাঙ্গা-ডহর-ডুংরিতে চারিদেকে ছড়িয়ে অসংখ্য ঐতিহাসিক, প্রাকৃতিক, ধর্মীয় ও নৈস্বর্গিক নান্দনিক নিদর্শন যা ভ্রমনপিপাসু পর্যটকদের মন কেড়ে নেয় । স্বাগত অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে সবুজের আহ্বানে।