বন্ধ করুন

গাডরাসিনী পাহাড়

বিভাগ প্রাকৃতিক/মনোরম সৌন্দর্য

ঝাড়গ্রাম থেকে আনুমানিক ৪৬ কিমি ও বেলপাহাড়ি থেকে ৮ কিমি. দূরে অবস্থিত গাডরাসিণী পাহাড় । গহীন অরণ্যে ঘেরা এই পাহাড়ের পাদদেশে অবস্থিত গাডরাসিণী আশ্রম। এখানে লাহিড়ী মহারাজ ও স্বামী যোগানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই আশ্রম বহু মানুষ তাদের আধ্যাতিকতার মার্গদর্শন করেন । প্রতিবৎসর অগ্রায়ন মাসে এখানে বহু মানুষ সমাগম ঘটে। গাডরাসিণী পাহাড় প্রচুর রং- বেরংয়ের পরিযায়ী পাখির জন্য বিখ্যাত ।

ফটো সংগ্রহশালা

  • গাডরাসিনী হিল
  • গাডরাসিনী হিল বেলপাহাড়ি

কিভাবে পৌছব :

নিকটতম বিমানবন্দরটি ভারতের কলকাতা, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা ঝাড়গ্রাম থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দূরে।

হাওড়া / টাটানগর থেকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছাতে এক্সপ্রেস / লোকাল ট্রেন আছে ।কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছাতে একটি ট্রেনের সর্বনিম্ন সময় লাগে ২ ঘন্টা ২৪ মিনিট।

কলকাতা থেকে জাতীয় সড়ক ৬ (মুম্বাই-কলকাতা মহাসড়ক) দ্বারা ঝাড়গ্রামে পৌঁছাতে ৪ ঘন্টা সময় লাগে । ঝাড়গ্রাম শহর থেকে সড়কপথে বেলপাহাড়ি ৩৭ কিলোমিটার । বেলপাহাড়ি থেকে সড়কপথে ১০ কিলোমিটার জঙ্গলের পথ ধরে এগোলেই গাডরাসিণী ।