কাঁকড়াঝোড়
বেলপাহাড়ি অঞ্চলের লাগোয়া কাঁকড়াঝোড় অরণ্য, এই অঞ্চলের পাহাড়ি ভূখণ্ড এবং তার সাথে একাধিক পাহাড়ী জলপ্রপাত ও ঝর্ণা নিয়ে নিজস্ব সৌন্দর্য্যে বিরাজমান ।
আমলাশোল পাহাড় তার গহীন অরণ্যানী নিয়ে এই সৌন্দর্যের আবহমান কালের সাক্ষী । পূর্ণিমার রাতের এই সৌন্দর্য এক প্রকৃতি প্রেমিকের মনের মনিকোঠায় তার নিজস্ব আসনে বিরাজমান থাকবে । এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে কাঁকরাঝোড় আপনাকে জানায় সাদর আমন্ত্রণ ।
ফটো সংগ্রহশালা
কিভাবে পৌছব :
নিকটতম বিমানবন্দরটি ভারতের কলকাতা, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা ঝাড়গ্রাম থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দূরে।
হাওড়া / টাটানগর থেকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছাতে এক্সপ্রেস / লোকাল ট্রেন আছে ।কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছাতে একটি ট্রেনের সর্বনিম্ন সময় লাগে ২ ঘন্টা ২৪ মিনিট।
কলকাতা থেকে জাতীয় সড়ক ৬ (মুম্বাই-কলকাতা মহাসড়ক) দ্বারা ঝাড়গ্রামে পৌঁছাতে ৪ ঘন্টা সময় লাগে । ঝাড়গ্রাম শহর থেকে সড়কপথে বেলপাহাড়ি ৩৭ কিলোমিটার । বেলপাহাড়ি থেকে সড়কপথে ২৫ কিলোমিটার এগোলেই কাঁকড়াঝোড় ।