বন্ধ করুন

খ্যাঁদারানী

বিভাগ প্রাকৃতিক/মনোরম সৌন্দর্য

তিনটি পাহাড় ঘেরা মনোমুগ্ধকর হ্রদ খ্যাঁদারানী । সুবিশাল হ্রদে পরিযায়ী পাখির মেলা । দক্ষিণে সুউচ্চ গাড়রাসিণী, পশ্চিমে সিংলহর পাহাড়, মাঝে দিগন্ত বিস্ত্রত জলাশয়ে পাখির ঝাঁক, বুণো শুয়োরের পাল এবং অরণ্যের নির্জনতা ভ্রমণপিপাসুদের চোখ জড়াণো অপ্রুপ প্রাকৃ্তিক সৌন্দর্য দিয়ে চলেছে খ্যাঁদারাণী ।

ফটো সংগ্রহশালা

  • খ্যাঁদারানী বাঁধ
  • খ্যাঁদারানী বাঁধ
  • খ্যাঁদারানী বাঁধ
  • খ্যাঁদারানী বাঁধ
  • খ্যাঁদারানী বাঁধ
  • খ্যাঁদারানী বাঁধ

কিভাবে পৌছব :

নিকটতম বিমানবন্দরটি ভারতের কলকাতা, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা ঝাড়গ্রাম থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দূরে।

হাওড়া / টাটানগর থেকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছাতে এক্সপ্রেস / লোকাল ট্রেন আছে ।কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছাতে একটি ট্রেনের সর্বনিম্ন সময় লাগে ২ ঘন্টা ২৪ মিনিট।

কলকাতা থেকে জাতীয় সড়ক ৬ (মুম্বাই-কলকাতা মহাসড়ক) দ্বারা ঝাড়গ্রামে পৌঁছাতে ৪ ঘন্টা সময় লাগে । ঝাড়গ্রাম শহর থেকে সড়কপথে বেলপাহাড়ী ৩৭ কিলোমিটার বেলপাহাড়ি থেকে সড়কপথে ১১ কিলোমিটার জঙ্গলের পথ ধরে এগোলেই খ্যাঁদারাণী ।