রামেশ্বর মন্দির
এই মন্দিরের মুখ্যদেবতা হলেন ভগবান শিব| শ্রাবন মাসে হাজার হাজার পূর্ন্যার্থী এখানে সম্মিলিত হয়ে ভগবান শিবের আরাধনা করে | নয়াগ্রামের রাজা চান্দ্রাকেতু কর্তৃক মন্দিরটি ১৬ শতাব্দীর কাছাকাছি সময়ে নির্মিত বলে অনুমিত হয়| মন্দিরটি ঐতিহ্যবাহী ওড়িয়া শৈলীতে নির্মিত | প্রতি বছর গঙ্গাবারুনীর সময় মন্দির সংলগ্ন মাঠে একটি বিশাল মেলার আয়োজন করা হয় | এই মন্দিরের চিত্তাকর্ষক দৃশ্য ও ইতিহাস সর্বদাই পর্যটক দের মনকে আলোড়িত করে|
ফটো সংগ্রহশালা
কিভাবে পৌছব :
নিকটতম বিমানবন্দরটি ভারতের কলকাতা, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা ঝাড়গ্রাম থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দূরে।
হাওড়া / টাটানগর থেকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছাতে এক্সপ্রেস / লোকাল ট্রেন আছে ।কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছাতে একটি ট্রেনের সর্বনিম্ন সময় লাগে ২ ঘন্টা ২৪ মিনিট।
কলকাতা থেকে জাতীয় সড়ক ৬ (মুম্বাই-কলকাতা মহাসড়ক) দ্বারা ঝাড়গ্রামে পৌঁছাতে ৪ ঘন্টা সময় লাগে । ঝাড়্গ্রামের শহর থেকে সড়কপথে গোপীবল্লভপুর ৪২ কিলোমিটার, গোপীবল্লভপুর থেকে সড়কপথে ২৩ কিলোমিটার জঙ্গলের পথ ধরে এগোলেই রামেশ্বর মন্দির ।